অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নারী ও শিশু অধিকার ফোরামের কমী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টায় কোলা স্কুল মোড়ে সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য জসিম মোল্লা। উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব রাকিব মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারী শিশু অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামাল লিপু, বিশেষ বক্তা ছিলেন জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক হাজি আবু তাহের,উপজেলা বি এন পির সাবেক সহ- ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম শেখ, আহবায়ক শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম সামসুল ইসলাম নায়ান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, মতিন শেখ,মুক্তিযুদ্ধো প্রজম্ম দল উপজেলা সভাপতি মো.মামুন প্রমূখ। সভা শেষে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।