শিরোনাম:

মুন্সিগঞ্জে লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে পদ্মহেম ধামে দিনব্যাপী সাধুসঙ্গ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ অক্টবার ২০২৫ | সময়ঃ ১১:৩৮
photo

বাঙালি আধ্যাত্মিক সাধক ও মানবতাবাদী দার্শনিক লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে অবস্থিত পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সাধুসঙ্গ।

আয়োজক কমিটির সদস্য সিফাত রেজওয়ান আমার বিক্রমপুরকে জানান, ২০০৪ সাল থেকে পদ্মহেম ধামে নিয়মিতভাবে এই সাধুসঙ্গ আয়োজন করা হয়ে আসছে। তবে করোনাকালসহ নানা কারণে কয়েক বছর বিরতি ছিল। এবার লালন সাঁইজির তিরোধান দিবস স্মরণে আয়োজন করা হচ্ছে ২০তম সাধুসঙ্গ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলবে সাঁইজির বাণী, দর্শন ও গান পরিবেশনা। পাশাপাশি ধামে বসবে মেলা, যেখানে অংশ নেবেন দেশজুড়ে আগত ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা।

পদ্মহেম ধামে যাওয়ার পথনির্দেশনা:
ঢাকা থেকে পদ্মহেম ধামে পৌঁছানোর দুটি পথ রয়েছে।

১️⃣ জুরাইন রেললাইন হয়ে:
জুরাইন রেললাইন থেকে সিএনজি করে মোল্লার হাট পর্যন্ত যাওয়া যাবে। ভাড়া জনপ্রতি প্রায় ৫০ টাকা, রিজার্ভ নিলে ১৫০ টাকায় যাওয়া যায়। মোল্লার হাট থেকে হেঁটে বা স্থানীয় বাহনে দোসরপাড়া গ্রামের পদ্মহেম ধামে পৌঁছানো যাবে। এটি শর্টকাট পথ হলেও প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া যায় না।

২️⃣ এক্সপ্রেসওয়ে হয়ে:
পোস্তগোলা বা বাবুবাজার ব্রিজ দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে নিমতলা হয়ে সিরাজদিখান বাজারে পৌঁছে সেখান থেকে অটোরিকশায় করে দোসরপাড়া গ্রামে যাওয়া যাবে। এই পথে প্রাইভেট গাড়ি বা লোকাল বাস—দুটিতেই যাতায়াত সম্ভব।

লালন সাঁইজির মানবতাবাদী বাণী ও দর্শন ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এই সাধুসঙ্গ ঘিরে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, আগত ভক্তদের জন্য ধামে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন