অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় মুদি দোকানে অভিযান চালিয়ে ১৫২ পিছ ইয়াবাসহ বিক্রেতা আল আমিনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
আল আমিন উত্তর পাইকপাড়া গ্রামের আঃ রহিম এর ছেলে। রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে আল আমিন এর মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এস আই শাহ আলি বলেন, মুদি দোকান ব্যাবসার নামে নিজ এলাকায় নিজের মুদির দোকানের ভিতরে ইয়াবা ব্যাবসা করছিল আল আমিন। অভিযান চালিয়ে তাকে ১৫২ পিছ ইয়াবাসহ আটকের পরে আদালতে পেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম বলেন, অভিযান চালিয়ে ১৫২ পিছ ইয়াবাসহ আটক যুবককে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করিলে আদালত তাকে কারাগারে প্রেরণ করিয়াছে।