শিরোনাম:

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর কোয়াবের পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৫০
photo

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কোয়াবের দায়িত্ব থেকে সরাসরি সরে দাঁড়ানোই যথাযথ।

রোববার কোয়াবের সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন খালেদ মাসুদ। পদত্যাগপত্রে তিনি লিখেছেন,

“কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল। তবে বিসিবিতে পরিচালক নির্বাচিত হওয়ায় উভয় সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে আমি অবিলম্বে কোয়াবের পদ থেকে পদত্যাগ করছি।”

খালেদ মাসুদ কোয়াবের নির্বাচনে নাজমুল হোসেন শান্তমেহেদী হাসান মিরাজ-এর সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এরপর গত ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনের ফলাফল

মোট ভোট: ৪৫

ভোটগ্রহণ: ৪৩ (একটি বাতিল)

প্রাপ্ত ভোট: খালেদ মাসুদ ৩৫, প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল ৭

এই নির্বাচনের মাধ্যমে খালেদ মাসুদ বিসিবির ক্যাটাগরি-৩ পরিচালক পদে সফলভাবে নির্বাচিত হন। কোয়াবে দায়িত্ব থেকে পদত্যাগের ফলে উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা রক্ষা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন