শিরোনাম:

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা চক্রান্তের অংশ: সারজিস আলম

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৩৪
photo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচ্চপদস্থ নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ভুল হবে। শনিবার বিকেল তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, এসব ঘটনাকে স্বৈরাচারের দোসরদের উদ্যোগে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে বিবেচনা করতে হবে এবং ঘটনার পিছনে থাকা প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা উচিত।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, “স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।” তিনি আরও দাবি করেন, তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে ঘটনাগুলোর সরাসরি তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সারজিস আলমের মতামত এসেছে। এ ঘটনায় বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আপৎকালীন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ছাড়াও সেখানকার আগুন নেভাতে সেনা, নৌ ও বিমানবাহিনী অংশগ্রহণ করছে। নিরাপত্তা ও পরিস্থিতি স্বত্ত্বেও সহায়তার জন্য ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

সারজিস আলমের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সরু বিতর্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে—বিশেষত যেখানে বড় ধাঁচের অবকাঠামোগত ক্ষতি ও বাণিজ্যিক মালামালের ব্যাপক পোড়ামুড়ে পড়ার অভিযোগ উঠেছে। তিনি সরকারের কাছে দাবি করেছেন, “নাটকীয় তদন্ত নয়; প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের আইনি জবাবদিহি নিশ্চিত করা হোক”—এমনটাই জনগণের দাবি হওয়া উচিত, বলেও উল্লেখ করেছেন।

শেয়ার করুন