শিরোনাম:

জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস নাহিদের

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:০৩
photo

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তীব্র সমালোচনা করে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের ঘোষিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আন্দোলন আসলে একটি “পরিকল্পিত রাজনৈতিক ছলনা”, যার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার ও জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে বিপথে নেওয়া।

রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন,

“জামায়াতে ইসলামী ঘোষিত তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ ছিল ঐকমত্যের কমিশনের সংস্কার কার্যক্রমকে বিপথে নেওয়ার এক কৌশল। এর লক্ষ্য ছিল জনগণের গণআন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রশ্ন থেকে জাতিকে সরিয়ে দেওয়া।”

তিনি বলেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব মূলত সাংবিধানিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়ার অংশ ছিল। কিন্তু জামায়াত এই সংস্কার এজেন্ডাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

নাহিদ আরও অভিযোগ করেন,

“জামায়াত ও তাদের সহযোগীরা সংস্কারের আন্দোলনকে হাইজ্যাক করে কেবল একটি কারিগরি পিআর প্রশ্নে পরিণত করেছে। তাদের উদ্দেশ্য কখনোই প্রকৃত সংস্কার ছিল না—ছিল প্রতারণা ও রাজনৈতিক দরকষাকষি।”

তিনি দাবি করেন, জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আগে কিংবা পরে কোনো কার্যকর সংস্কার প্রস্তাবে অংশ নেয়নি, না দিয়েছে কোনো সংবিধানিক দর্শন বা গণতান্ত্রিক প্রতিশ্রুতি। ঐকমত্য কমিশনে তাদের অংশগ্রহণ ছিল “সংস্কারের প্রতি বিশ্বাস নয়, বরং রাজনৈতিক অনুপ্রবেশ ও অন্তর্ঘাতের কৌশল।”

শেষে নাহিদ ইসলাম বলেন,

“বাংলাদেশের জনগণ এই প্রতারণা বুঝে ফেলেছে। তারা আর কখনো মিথ্যা সংস্কারবাদী, সুবিধাবাদী বা নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের ওপর শাসন করতে দেবে না।”

শেয়ার করুন