জুলাই সনদ স্বাক্ষরকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদীরা, তবে তারা এতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার (১৮ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামত মাদরাসা প্রাঙ্গণে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, জুলাই সনদ স্বাক্ষরের পর তা কেটে গেছে। সময়মতোই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।