অফিস ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বিকাল বাদ আসর নামাজের পর মুন্সীগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে। দলটির স্থানীয় নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছেন।
সমাবেশ থেকে জামায়াত ইসলামী ৬ দফা দাবি ঘোষণা করেছে—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটে অনুমোদন করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
৬. রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
জামায়াতের স্থানীয় নেতারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন। সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নিন্দা জানিয়ে দাবি পূরণের জন্য চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
যদি চাও, আমি এটিকে আরও সংক্ষিপ্ত নিউজ টেলিভিশন বা ওয়েব নিউজ ফরম্যাটে সাজিয়ে দিতে পারি, যেন সরাসরি সংবাদবাহিত করার মতো দেখায়।