এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে গোল শোধ করতে না পেরে ১-০ গোলে পিছিয়ে বিরতিতে গেছে হাজমা-তপুরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই দুই দলই রক্ষণভাগে বেশি মনোযোগ দেয়। ফলে প্রথম ১০ মিনিটে বল দখলে হংকং এগিয়ে ছিল সামান্য— ৫৪ শতাংশ বনাম বাংলাদেশের ৪৬ শতাংশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্বাগতিক দল চাপ বাড়াতে থাকে বাংলাদেশের ডিফেন্সে। ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় হংকং। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তৎপরতা দেখিয়ে সেটি বিপদমুক্ত করেন।
এরপর ৩৬তম মিনিটে বাঁ দিক দিয়ে গড়া আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন এবং তারিককে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে গোল করেন ম্যাথিউ ওরে, ফলে এগিয়ে যায় স্বাগতিক হংকং (১-০)। গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টায় আক্রমণ বাড়ায় বাংলাদেশ। কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি হামজারা। এতে ১-০ গোলের ব্যবধানেই বিরতিতে যায় হংকং।