শিরোনাম:

“অবর্ণনীয় অনুভূতি: ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন শত শত ফিলিস্তিনি”

আন্তর্জাতিক ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:২৮
photo

খান ইউনিস, গাজা: ইসরায়েলি বন্দীদশা থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা তাদের মুক্তির অনুভূতি আল জাজিরা-কে জানিয়েছেন। আবদুল্লাহ আবু রাফি মুক্তির পর বলেছেন, “এ এক দুর্দান্ত অনুভূতি। তবে আমরা ওফার কারাগারে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। অনেক যুবক এখনও সেখানে আছে।”

আরেক মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসিন আবু বলেন, “খাদ্য, নিপীড়ন এবং মারধরের দিক থেকে সবকিছুই খারাপ ছিল। চার দিন ধরে আমি খাইনি।”

সোমবার মুক্তি পাওয়া সাইদ শুবাইর বলেন, “অবর্ণনীয় অনুভূতি। সূর্য দেখা, হাতকড়া থেকে মুক্তি—স্বাধীনতা অমূল্য।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রায় ২৫০ জন ফিলিস্তিনিকে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগকারী এবং ১৭১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন অবস্থায় মুক্তি দিয়েছে।

মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীরে পরিবারদের সঙ্গে মিলিত হয়েছেন। এ সময় কাতার, মিশর ও তুরস্কের নেতারা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন