এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে হংকং চায়নার কাছে ৪–৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতেই এবার আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল–সবুজের দল। প্রতিশোধের পাশাপাশি তিন পয়েন্ট অর্জন—এই দুই লক্ষ্য নিয়েই খেলতে নামছে জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীরা।
ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,
“আমরা আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। এবার আমাদের লক্ষ্য একটাই—তিন পয়েন্ট অর্জন করা।”
একই সুরে কথা বলেন মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি বলেন,
“জানি, স্টেডিয়ামে হংকং সমর্থকদের আধিপত্য থাকবে। কিন্তু আমরা এর আগেও এমন পরিবেশে খেলেছি। ম্যাচ চলাকালীন এসব কিছু মাথায় থাকে না। সবকিছু ছাপিয়ে আমাদের চোখ শুধু পূর্ণ তিন পয়েন্টে।”
তবে আগের ম্যাচে রক্ষণভাগের ভুল এবং গোলরক্ষক মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থেমে নেই। অনেকে গোল হজমের দায় মিতুলের কাঁধে চাপালেও, তাতে একমত নন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
কাবরেরা বলেন,
“মিতুলকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন, কিন্তু আমি তেমন কোনো সমস্যা দেখছি না। তার সবচেয়ে বড় শক্তি হলো বিল্ডআপে ভূমিকা রাখা। আমাদের পরিকল্পনায় সে এখনো সেরাদের একজন।”