অফিস ডেস্ক
মুন্সিগঞ্জে বিশধর সাপের কামড়ে মো. হোসাইন (১৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কাজীবাড়ি মাদ্রাসা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে হামাগুড়ি দিয়ে খেলছিল ছোট্ট শিশু হোসাইন। এ সময় গর্ত থেকে বের হওয়া একটি ছোট সাপ হঠাৎ শিশুটিকে কামড় দিয়ে আবার গর্তে ঢুকে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হোসাইনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট হোসাইন। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।