শিরোনাম:

জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:০৩
photo

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে ‘জুলাই বিপ্লবের আদর্শ পরিপন্থি’ উল্লেখ করে তিনি এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেন, তিনি জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের নানা কার্যক্রম, সিদ্ধান্ত ও অবস্থান জুলাই বিপ্লবের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

 

তিনি অভিযোগ করেন, চিহ্নিত আওয়ামী নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের নীতিমালা তার ব্যক্তিগত মূল্যবোধ ও আদর্শের পরিপন্থি। এসব কারণে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন। ফিরোজ আলমগীর আরও বলেন, “আমি আশা করেছিলাম, এনসিপি একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে। কিন্তু বর্তমান সময়ে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। তাতে আমি মর্মাহত।” তিনি পদত্যাগপত্রে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এনসিপি আন্দোলনে শহীদ পরিবার, আহত কর্মী ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবে। পাশাপাশি তিনি এনসিপির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে ফিরোজ আলমগীর জানান, “আমি লিখিতভাবে আমার পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি। দলের জুলাই আদর্শ ও আমার ব্যক্তিগত নীতির পরিপন্থি কর্মকাণ্ডের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।” এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী বলেন, ফিরোজ আলমগীরের পদত্যাগের খবর শুনেছেন, তবে সোমবার পর্যন্ত এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ হয়নি।

শেয়ার করুন