শিরোনাম:

ময়মনসিংহে পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:৩৯
photo

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানটি ধোবাউড়া থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ অক্টোবর) রাতে দেওলা ব্রিজ এলাকায় চালায়। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, তল্লাশি অভিযান চলাকালীন তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তারা হলেন আলগীর হোসেন, মোহাম্মদ আলী এবং গাড়িচালক আতিকুল রহমান। ওসি আল মামুন সরকার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন