সাতক্ষীরায় এক অভিযানে মেহেরপুরে অনলাইন জুয়া পরিচালনা করা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানটি গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকায় সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম পরিচালনা করে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) এবং মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
পুলিশের দাবি, এই দুই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লোভনীয় প্রস্তাব দিয়ে অনলাইন জুয়ায় আসক্ত করে একটি বড় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করছিলেন এবং বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এই ডিভাইসগুলো পরীক্ষা করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এই চক্র মূলত মেহেরপুরকেন্দ্রিক হলেও কার্যক্রম বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।