শিরোনাম:

পাবনার ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৪২
photo

পাবনার ঈশ্বরদীতে শুক্রবার (১০ অক্টোবর) রাতে মারামারির সময় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তিনি হলো আয়শা বেগম (৭০), মৃত আতর আলীর স্ত্রী। ঘটনা ঘটে রাত সাড়ে ৮টার দিকে ছলিমপুর ইউনিয়নের খয়েরদাইড় মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা বেগমের ছেলে সালাম শুক্রবার রাতে বারেক নামে এক মুদি দোকানদারের সঙ্গে পূর্বের একটি বিষয় নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। মারামারির সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আয়শা বেগম প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন