শিরোনাম:

বগুড়ায় আওয়ামী লীগ নেতা ওবাইদুল হাসান ববি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৫৫
photo

রাজধানী থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার অভিযোগে ওবাইদুল হাসান ববি এজাহারভুক্ত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন।

ওবাইদুল হাসান ববি ঢাকা মেট্রোপলিটনের গুলশান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে ডিবি পুলিশের বিশেষ দল দ্বারা গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বগুড়ায় সংঘটিত সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়নের ঘটনায় তার নেতৃত্বে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয় ছিল।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন