ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে পৃথক জোট গঠনের প্রক্রিয়া চলমান। এই প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চ আরও বৃহত্তর রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা খুঁজতে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৃহস্পতিবার রাতের একটি বৈঠক করেছে।
বৈঠকটি আয়োজন করা হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রাবের বাসায়। গণতন্ত্র মঞ্চের পক্ষে অংশগ্রহণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। অন্যদিকে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত রাজনৈতিক সমঝোতা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, সময় কম থাকায় বিএনপি–জামায়াতের বাইরে নতুন কোনো বৃহত্তর জোট তৎক্ষণাৎ গঠন সম্ভব নয়। তবে ভবিষ্যতে পুনরায় আলোচনায় বসার ইঙ্গিত দেওয়া হয়েছে।
গণতন্ত্র মঞ্চের নেতারা বৈঠককে সম্প্রীতির বৈঠক হিসেবে বর্ণনা করেছেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “ভবিষ্যতে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন আলোচনা চালিয়ে যাব। তবে এই বৈঠকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে তার অন্তর্ভুক্ত ছয়টি দলের সঙ্গে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম দফায় ১৪২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে।