বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের “কোমর ভাঙা” শিক্ষাব্যবস্থা ঠিক করা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে তার দলের প্রধান লক্ষ্য। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৫ কাঁফরুল দক্ষিণ থanaর আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর আরও বলেন, যদি কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে চাঁদাবাজি করে তবে তাদের বিরুদ্ধে তৎপর ও কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে দল পরিচালনায় শাস্তিমূলক জবাবদিহিতা নিশ্চিত করা হবে—যদি দলের কেউ ক্ষমতায় এসে দুর্নীতিগ্রস্ত হয়, তারও বিচারের ব্যবস্থা হবে। তিনি বলেন, “দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিতে পারবে না।”
বৈদেশিক নীতির প্রসঙ্গে তিনি জানান, কারো আধিপত্য গৃহীত হবে না; কূটনৈতিকভাবে সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
নির্বাচন বিষয়ক মন্তব্যে জামায়াত আমির সতর্ক করে বলেন, তারা অতীতে তিনবার ভোট দিতে পারেনি; আগামী নির্বাচনেও কেউ ভোট দিতে না পারলে বা কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গঠন করা হবে—“তার হাত ভেঙে দেওয়া হবে।” তিনি যোগ করেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”
সমাবেশে স্থানীয় নেতারা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীরা জামায়াতের প্রতিশ্রুতিগুলোকে স্বাগত জানান।