কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৬ অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক কালবেলা-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সম্পূর্ণভাবে আশাবাদী। তবে অংশগ্রহণমূলক বলতে যদি এখন আওয়ামী লীগের অংশগ্রহণ বোঝান, তাহলে তো হবে না। কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।”
জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ফখরুল বলেন, “দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সরকারপ্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন। এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী সফর। বিএনপির জন্য এটি একটি বড় অর্জন।”
তিনি জানান, সফরকালে যুক্তরাষ্ট্র সরকার ও বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকের সুযোগ হয়েছে। ব্যবসায়ী ফোরামেও বিএনপির পক্ষে বক্তব্য রাখার সুযোগ পান তিনি।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছে তারা। অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনতেও কিছুটা সফল হয়েছে।”
খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি নির্বাচন করবেন কি না, তা নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর।”
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফখরুল বলেন, “তিনি খুবই শিগগির দেশে ফিরবেন, হয়তো সামনের মাসেই।”
জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ
জুলাই সনদ নিয়ে বিতর্কের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “গণভোট আমাদের সংবিধানে নেই। কিন্তু বৃহত্তর স্বার্থে ও রাজনৈতিক ঐকমত্য বজায় রাখতে বিএনপি বিষয়টি মেনে নিয়েছে।”
তিনি আরও জানান, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে, তৃণমূল থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়াও চলছে।