শিরোনাম:

দুই-তিন সপ্তাহের মধ্যেই নির্বাচনী আমেজ আরও জমে উঠবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৩১
photo

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই দেশে নির্বাচনী আমেজ আরও ঘনীভূত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, 

“আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। সব দ্বিধা দূর হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।”

 

তিনি আরও বলেন, “অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। গত ১৬ বছর হাসিনার আমলে যা দেখেছি, তা ছিল ভুয়া নির্বাচন। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে।” শফিকুল আলম জানান, নির্বাচনী পরিবেশ ইতোমধ্যে শুরু হয়েছে। “হালুয়াঘাটে আমি নিজেই নেতাদের পোস্টার দেখেছি। দলগুলো দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা করলে নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে,” বলেন তিনি।

শেয়ার করুন