মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দেলোয়ার হেসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া দেওয়ান মার্কেট এলাকা থেকে দেলোয়ার হোসেনকে (৩৫) ১৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।
সিরাজদিখান থানার উপ-পুলিশ-পরিদর্শক নাহিদ মাছুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। মাদকের একটি বড় চালান নিয়ে দেলোয়ার হাত বদলের জন্য চরপানিয়া দেওয়ান মার্কেট মন্নাফের দোকানের সামনে অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় দেলোয়ারকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
লতা মন্ডল