মুন্সীগঞ্জে সিপাহীপাড়ায় তিন ওষুধ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তর সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় এক অভিযান চালায়। এসময় মেসার্স সম্পা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং মেসার্স সায়মা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মেসার্স আব্দুল্লাহ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয় করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ৪০(ঘ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় মোবাইল কোর্টের বিজ্ঞ নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ ওমর ফারুক তিন ফার্মেসিকে জরিমানার আদেশ প্রদান করেন। অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ গোলাম মোস্তফা বলেন যে, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রয়কারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।