মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফের সমর্থনে এক মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আধারা এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর নুরুল আমিন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সালমা বেগম, আধারা ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রফেসর আবু ইউসুফকে বিজয়ী করতে হবে।” প্রফেসর আবু ইউসুফ বলেন, “জামায়াত প্রার্থী নির্বাচিত হলে নারীদের মর্যাদা রক্ষা, নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক বন্ধ ও নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”