শিরোনাম:

বিসিবিতে এনএসসি মনোনীত নতুন পরিচালক রুবাবা দৌলা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:১১
photo

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে বিসিবির নির্বাচনের পর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরিবর্তে রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে সিইও পদে কাজ করেছেন।

 

ক্রীড়াজগতে তিনি ২০০৯–২০১৫ সালে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিসিবিতে যোগদানের পর তিনি নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জানিয়েছেন, “আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দিয়েছি। রাজনৈতিক বিতর্কের কারণে ইসফাক আহসানকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শেয়ার করুন