ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলাে এক অদ্ভুত অভিযোগে স্থানীয় প্রশাসন ও মানুষ হতবাক হয়েছেন। অভিযোগটি করেছেন স্বামী মেরাজ, যিনি জানান, তার স্ত্রী নাসিমুন রাতে সাপের রূপ ধারণ করে এবং তাকে কামড়ানোর চেষ্টা করে। ঘটনাটি ঘটে মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। জেলা প্রশাসনের নিয়মিত ‘সমাধান দিবস’ সভায় মেরাজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, একবার স্ত্রী তাকে কামড় দিয়েছিল, তবে সময়মতো জেগে উঠে প্রাণে বেঁচেছেন।
মেরাজ আরও অভিযোগ করেন, স্ত্রী তাকে মানসিকভাবে নির্যাতন করছে এবং আশঙ্কা করছেন, কোনো এক রাতে ঘুমের মধ্যে তাকে হত্যা করা হতে পারে। এজন্য তিনি লিখিতভাবে নিরাপত্তা চেয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় দেখা গেছে। অনেকেই এটিকে বিখ্যাত বলিউড সিনেমা ‘নাগিনা’-এর সঙ্গে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “লোকটা ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে!” আরেকজন মজা করে বলেছেন, “তুমি কি তার নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?” অন্যদিকে জেলা প্রশাসক ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে মানসিক হয়রানি ও নিরাপত্তা বিষয়ক অভিযোগ হিসেবে দেখছে এবং মেরাজের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।