শিরোনাম:

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর আইসক্রিম প্রস্তুতকারখানায় জরিমানা ও সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:১০
photo

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোলতলি এলাকায় মনিটরিং করার সময় সরলতা আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি হচ্ছিল বলে ধরা পড়ে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্যাক্টরির ম্যানেজার মোঃ শাকিলকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুত করতে। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন