অফিস ডেস্ক
মুন্সিগঞ্জের শ্রীনগরে হঠাৎ অসুস্থ হয়ে সাথী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নির্যাতনের অভিযোগে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। তার আগে সকাল ৭টার দিকে বাবার বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
নিহত সাথী বেগম উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নুর জামাল তালুকদারের কন্যা। আটক স্বামী পাভেল শেখ (৩৫) শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের বাসিন্দা। তাদের দুই সন্তান—মিম (১০) ও আরাফাত (৪)। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান,
“স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের বিষয়টি জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী পাভেল প্রায়ই সাথীকে নির্যাতন করত। কয়েকদিন আগে মারধরের পর অসুস্থ হয়ে সাথী বাবার বাড়ি শ্যামসিদ্ধিতে চলে যান ও চিকিৎসা নেন। পরে আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। গতকাল সোমবার (৬ অক্টোবর) তিনি পুনরায় বাবার বাড়ি গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। আজ সকালে বাথরুম থেকে বের হওয়ার পর উঠানে পড়ে গেলে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।