মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়।
গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জনকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জানে আলম প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, দুদক নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন, উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, সদস্য অনিক শেখ, কাদির খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফিরোজ আলম বিপ্লব, মান্নান মাঝি, সদস্য জনি হোসেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর টঙ্গীবাড়ী উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।