শিরোনাম:

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৩৯
photo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।”

 

বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, “তদন্ত চলাকালে প্রয়োজনীয় সময় নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল হবে। অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। জাতির প্রত্যাশিত সময়ে ন্যায় বিচার সম্পন্ন হবে।” ওবায়দুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “সবগুলো একবারে হবে না, ক্রমান্বয়ে একটার পর একটা হবে। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে; কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ন্যায় বিচার সব সময় তার নিজ গতিতে চলবে।” তিনি আরও জানান, “গুমের মামলা অনেক, সব শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটি জটিল মামলা হওয়ায় খুঁটিনাটি বিষয় যাচাই করছি। ইনশাআল্লাহ, রিপোর্ট এই সপ্তাহে পাওয়া যাবে।”

শেয়ার করুন