শিরোনাম:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৫৪
photo

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদের আইনি ভিত্তি এবং আধিপত্যবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি এবং সংগঠক সানাউল্লাহ খান।

অন্য দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমীর মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী এবং শিক্ষা-দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরীসহ আরও অনেকে।

বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিতের বিষয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়।

শেয়ার করুন