শিরোনাম:

আধারা ইউনিয়নে জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:৪৪
photo

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় আধারা ইউনিয়নের মিনাবাজার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধারা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ।

 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালী, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার, সেক্রেটারি মো. মজনু দেওয়ান, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. মো. মনির হোসেন প্রমুখ। সভায় জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ডা. আবু ইউসুফ বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকেই অধিকারের জন্য আন্দোলন করতে হবে না। প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। অতীতে জামায়াতের দায়িত্বশীলরা সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, কেউ এক টাকার দুর্নীতিও করেননি। জনগণ যদি এবারও জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমরা দেশে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করব—কোনো ধরনের দুর্নীতি বা জুলুম হবে না।”

 

সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শে ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং আগত সহযোগী সদস্যদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

শেয়ার করুন