ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, “আমি অনুরোধ করব—কেউ কাউকে ছেড়ে যাবেন না। আমরা একে অপরের পাশে থাকব।” শনিবার সকালে উত্তরার একটি মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ পরিশোধ করে। তিনি আরও আশ্বাস দেন, বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় থাকবে।