সিরাজদিখানে চালতিপাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাএীবাহী মাওয়ামুখী ২বাস সংঘর্ষে ইমাদ বাসের হেলপার নাম:শরিয়াতুউল্লা(২০), পিতা: জামাল, গ্রাম: হরিনা গাজিপুর, পিরোজপুর, নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার ৫অক্টোবর সকাল-৮:২০ঘটিকা। টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগরের ফায়ার সার্ভিস কর্মকতা দেওয়ান আজাদ জানান, ঢাকামুখী হানিফ দাঁড়িয়ে ছিল পিছন থেকে ইমাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে হানিফ কে থাকা স্ব-জোরে ধাক্কা দিলে গাড়ির ইমাদ গাড়ির হেলপার শরিয়াতুল্লাহ নিহত হয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত, আহত ০৩জনকে,দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।