শিরোনাম:

চাঁদপুরে শিবির থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন ফারাবি আল মামুন

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:১২
photo

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা সংগঠনটি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (বিএনপির অঙ্গসংগঠন) যোগদানের ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারাবি আল মামুন নামে ওই যুবক এ ঘোষণা দেন।

 

নিজের ফেসবুক পোস্টে ফারাবি আল মামুন লিখেছেন, “আমি স্বেচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করছি। ছাত্রদলকে আমার পূর্ণ সমর্থন ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব বলে অঙ্গীকার করছি।”

তিনি আরও উল্লেখ করেন, আমি হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন একজন সক্রিয় সাথী ও পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলাম। আমি নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছি।”

 

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার জানান, “ফারাবি আল মামুনকে পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তবে চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান বলেন,“ছাত্রশিবিরের সাথী আব্দুল্লাহ আল মামুনকে পারিবারিক সমস্যার কারণে গত ষান্মাসিক ৯ জুলাই সংগঠন থেকে ছুটি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত নন।”

শেয়ার করুন