মুন্সীগঞ্জ পৌরসভার আদর্শ তাহফিজুল কুরআন এতিমখানা মাদরাসায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতিমখানা মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ খাইরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাওলানা আ. জ. ম. রহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু ইউসুফ। আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. নুরুল হক পাটোয়ারী, সহকারী উপদেষ্টা মো. আব্দুল মালেক, মো. আক্তার হোসেন, আরশাদ আলী ঢালী, মো. উজ্জ্বল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মবিন ও আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এতিমখানার ছাত্র রাফি ইসলাম সারদার তুরস্কের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর ড. মুহাম্মদ হামিদুল্লাহ আনাতোলিয়ান ইমাম হাতিপ উচ্চবিদ্যালয়-এ স্কলারশিপ অর্জন করেছেন। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।