সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলায় শুরু হয়েছে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, জেলা পুলিশ, নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের মূল লক্ষ্য হলো—
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখা, অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সাধারণ মানুষকে সচেতন করে মা ইলিশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ইতোমধ্যে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় যৌথ অভিযান চালানো হয়েছে। ৪ অক্টোবর শ্রীনগর উপজেলার আলামীন বাজার এলাকায় অভিযানে ৭.৫ কেজি (৩৫ পিস) ইলিশ জব্দ করে নিকটবর্তী একটি এতিমখানায় বিতরণ করা হয়। একইদিন মুন্সীগঞ্জ সদর থেকে প্রায় ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারীরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,
“মা ইলিশ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। আগামী প্রজন্মকে ইলিশের স্বাদ উপহার দিতে হলে সবাইকে সরকারের এই উদ্যোগে সহযোগিতা করতে হবে।”
সচেতন নাগরিকদের মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।