জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ সদরের কাচারি চত্বর এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে নিসচা মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন—
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহাউদ্দীন জুয়েল, সহ-সভাপতি আতিকুর রহমান নান্নু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন রাজ মল্লিক, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম,
প্রকাশনা সম্পাদক মোঃ মাহবুব আলম জয়, আইন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখসহ কমিটির কার্যকরী সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক গড়তে সবাইকে সচেতন হতে হবে। তারা জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির বক্তব্যে মোঃ আতিকুর রহমান টিপু বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পাঁচটি কর্মসূচি হাতে নিয়েছি। সড়ক নিরাপত্তায় সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।”