শিরোনাম:

শ্রীনগরে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৪৮
photo

মুন্সীগঞ্জের শ্রীনগরে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আশরাফ হোসেন আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক উদয় আহম্মেদ সঞ্চালনা করেন।


বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন—
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি ইমরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর দেওয়ান, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলু, সাবেক আহ্বায়ক ইসমাইল আহম্মেদ টিপু, এবং নারী ও শিশু অধিকার ফোরামের বাড়ৈখালী ইউনিয়ন সভাপতি রাজিব হোসেনসহ বিভিন্ন স্তরের দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন