ঢাকার নবাবগঞ্জে সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিল্পী আক্তার।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর তার মেয়েকে অফিস কক্ষে ডেকে যৌন হয়রানির চেষ্টা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলী। এ সময় এ ঘটনা কাউকে জানালে ছুরি দিয়ে হত্যার হুমকি দেন তিনি। অভিযোগকারী আরও জানান, গত ৩০ সেপ্টেম্বর মাদরাসা থেকে ফোনে বলা হয় তার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে সে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে এবং বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে বলে দাবি করেন তার মা।
সংবাদ সম্মেলনে শিল্পী আক্তার ঘটনার সাথে জড়িত অধ্যক্ষ মোহাম্মদ আলীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।