শিরোনাম:

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বেছে নিতে চিঠি ইসির

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:৫৯
photo

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে পছন্দের প্রতীক জানাতে বলা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে। তবে এনসিপি তাদের আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। এর মধ্যে ‘শাপলা’ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই, তাই তা বরাদ্দযোগ্য নয়।

 

ইসি জানায়, নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য বরাদ্দযোগ্য প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।

বরাদ্দযোগ্য ৫০ প্রতীক হলো—

আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার ও মোবাইল ফোন।

শেয়ার করুন