বগুড়ার কাহালু উপজেলায় যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ম