শিরোনাম:

শ্রীনগরে দুর্গাপূজা উপলক্ষে মীর সরফত আলী সপুর পক্ষ থেকে উপহার বিতরণ

মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১৬
photo

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) শ্রীনগর উপজেলার রাড়িখাল বালাশুরের ঐতিহাসিক জমিদার যদুনাথ রায়ের বাড়িতে শ্রীশ্রী রাজ লক্ষ্মী নারায়ণ দুর্গা মন্দিরে এ আয়োজন করা হয়।

উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিক। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা। প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা আলমগীর আলম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে মহিলা দলের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষকে মিলেমিশে উৎসব পালন করতে হবে।
 

শেয়ার করুন