শিরোনাম:

আড়ং-এ শপিং ব্যাগের মূল্য নেয়া বন্ধে লিগ্যাল নোটিশ: অ্যাডভোকেট নিশাত ফারজানা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:২৩
photo

আড়ং–এ কাগজের শপিং ব্যাগের মূল্য নিয়ে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান। তিনি নোটিশে জানান— তিনি আড়ংয়ের একজন নিয়মিত গ্রাহক; বহু বছর ধরে আড়ং থেকে কেনাকাটা করে আসছেন এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পাওয়া যেত। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানা যায়, সেপ্টেম্বর ২০২৫ থেকে আড়ং শপিংয়ের সঙ্গে বিনামূল্যে ব্যাগ প্রদান বন্ধ করে দিয়ে গ্রাহকদের ব্যাগ কেনার জন্য বাধ্য করা হচ্ছে। বিল পেমেন্ট বুথে গ্রাহকদের জানান হচ্ছে “আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ” এবং ব্যাগ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে—এমন বিজ্ঞাপন চালানো হচ্ছে।

 

নোটিশে উল্লেখ করা হয়, সবুজায়নের উদ্যোগকে গণমানুষ স্বাগত জানায়, তবে সেই তহবিল যদি আড়ং পণ্যের লাভ থেকে করা হতো তাহলে প্রতিষ্ঠানটি প্রশংসিত হতো এবং অন্যানত কর্পোরেট প্রতিষ্ঠানও উদাহরণ নেয়া দেখত। কিন্তু বর্তমানে গ্রাহকদের কাছ থেকে নিম্নমানের কাগজের ব্যাগের মূল্য নিয়ে সেটা পরিবেশ রক্ষার উদ্দেশ্য বলে প্রচার করা হচ্ছে—এটিকে নোটিশে ‘চাঁদাবাজি, জোরপূর্বক আদায় ও অসাধু ব্যবসায়িক মানসিকতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

নোটিশে আরো বলা হয়েছে, আড়ং দেশের অন্যতম বড় ব্র্যান্ড। বর্তমানে বিক্রি করা কাগজের ব্যাগগুলো রিসাইকেল পেপার থেকে তৈরি, যা একবার ব্যবহারের পর দ্রুত নষ্ট হয়ে যায় এবং পুনরায় ব্যবহার উপযোগী থাকে না। সুতরাং এই মানহীন ব্যাগ গ্রাহককে কেনাবচাতে বাধ্য করে তোলা অযৌক্তিক এবং বিশাল গ্রাহক গোষ্ঠীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ব্যাগের মূল্য সংযোজনের আগে যদি আড়ং ব্যাগে আধুনিকতা ও সৃজনশীলতার ছাপ দেখাত, গ্রাহক তা মূল্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন—কিন্তু বর্তমানে লোগো-যুক্ত সেই ব্যাগটি গ্রাহককে বাধ্য করেই কেনাতে হচ্ছে, যা অনৈতিক।

 

নোটিশে বলা হয়েছে, আড়ং সম্প্রতি ‘Reusable Fabric Bags’ নামে একটি ব্যাগ চালু করেছে, যেগুলোর মূল্য অত্যধিক এবং সাইজ এমনভাবে যাতে একটি পণ্যের জন্যও আলাদা ব্যাগ কিনতে হতে পারে—এ ধরনের নীতির আগে গ্রাহকমতামত সংগ্রহ করা উচিত ছিল। বর্তমানে আউটলেট ও সোশাল মিডিয়ায় গ্রাহকদের অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে।

 

অবশেষে নোটিশে আহ্বান জানানো হয়—আড়ং তাদের কাগজের শপিং ব্যাগের বিপরীতে মূল্য গ্রহণ বন্ধ করুন; আড়ং গ্রাহকদের কাছে শীর্ষ পছন্দের ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এই নীতিটি গ্রহণযোগ্য নয়। নোটিশ পাওয়ার ১০ (দশ) দিনের মধ্যে যদি ব্যাগের মূল্য নেওয়া বন্ধ না করা হয়, তাহলে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হবে।

 
 

শেয়ার করুন