মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ।
পদোন্নতির পর তাকে ভোলা জেলার সদর সার্কেলে পদায়ন করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।৩৬তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী ইব্রাহিম দীর্ঘদিন নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।