শিরোনাম:

ইবি ফার্মেসি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন

মো. সামিউল ইসলাম , ইবি প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:২৫
photo

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফার্মেসি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২০২৫ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিদায়ী শিক্ষার্থীরা বলেন, আজ তারা আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছেন। নবীন শিক্ষার্থীরা প্রবীণদের বিদায়ের মধ্য দিয়ে ফার্মেসি বিভাগে নতুন দায়িত্ব ও দায়িত্ববোধ গ্রহণ করবে।

 

সভায় সভাপতিত্বকারী অধ্যাপক ড. মিজানুর রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন, “আমি তোমাদের সিজিপিএ চাই না, আমি চাই তোমরা ভালো মানুষ হও। তোমরা একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, ইনশাআল্লাহ।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়কে পরিচিত করছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ফার্মেসি শিক্ষার্থীদের দেশীয় ও বিশ্বমানের ওষুধ উৎপাদনেরপ্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্মার্টনেস ধরে রাখার পরামর্শ দেন এবং বিভাগে দুটি এসি স্থাপনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন