শিরোনাম:

মুন্সীগঞ্জের বজ্রযোগীনীতে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:২০
photo

মুন্সীগঞ্জের বজ্রযোগীনী জে.জে উচ্চ বিদ্যালয়ে শনিবার (তারিখ) সকাল ১১টায় প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরামের আয়োজন میں মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি মোঃ মিজানুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ রহমান তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ মুন্সি ফিটু, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বেতকা হাই স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন, ব্যাংকার জামাল হোসেন এবং অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থীর মধ্যে নগদ অনুদান ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের প্রতি উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন