শিরোনাম:

লৌহজংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক,
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১৬
photo

সংখ্যা অনুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি স্বীকৃতি, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা। মিছিলটি জগবিবি কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে ঘোরদৌড় বাজার, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ইসলামী মূল্যবোধের কোনো বিকল্প নেই।

 

মিছিল ও সভায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা হামিদুর রহমান, ইসলামিক শ্রমিক আন্দোলন লৌহজং উপজেলা সভাপতি ইমরান হোসেন অপু, ইসলামী যুব আন্দোলন লৌহজং উপজেলা সভাপতি মাওলানা আল আমিন হোসাইনী প্রমুখ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম খান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আল আমিন বেপারী। এছাড়া থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন