শিরোনাম:

আখতারের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, দেশ আমারটিভি।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:২২
photo

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা দায়ের করেছেন আখতার হোসেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টা এবং বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি মামলা করেন। পরে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

 

আখতার হোসেন বলেন, “এয়ারপোর্টে হামলার পর সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে হামলার উদ্দেশ্যে আসে। তখন এনসিপির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ আমাদের মামলা করতে পরামর্শ দেয়। সে অনুযায়ী আমি থানায় গিয়ে মামলা করেছি।”

 

তিনি আরও জানান, যেসব ব্যক্তি হামলা, হত্যাচেষ্টা এবং মৃত্যুর হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র পুলিশকে জানানো হয়েছে যে, এরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটকে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই যায় আসে না।”

 

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেওয়া হয়। পরে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

শেয়ার করুন