শিরোনাম:

মুন্সীগঞ্জে বজ্রপাতের আগুনে ২টি ঘর ভস্মীভূত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৩৫
photo

মুন্সীগঞ্জে বজ্রপাতের আগুনে ২টি ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের মালপাড়া গ্রামে বজ্রপাতের আগুনে দুইটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর সকাল ৫টার দিকে বারেক শেখের ছেলে জালাল শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ শেখ জানান, তিনি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে হঠাৎ বজ্রপাতের শব্দ শুনতে পান। এরপর দেখতে পান জালাল শেখের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি দ্রুত মসজিদের মাইক থেকে আগুন লাগার খবর দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাকিবের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে বলে নিশ্চিত করেন।

ঘটনার সময় জালাল শেখ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। তারা সবাই সিলেটে বেড়াতে গিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের আগুনে দুইটি ঘরের সবকিছু পুড়ে যাওয়ায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন